Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর চিনিকলে শিল্প সচিবের মতবিনিময়

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

শুক্রবার সকাল ১০ টায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম এর সাথে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কর্মকর্তাদের মতবিনিময় সভা চিনিকলের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ.কে.এম দেলোয়ার হোসেন,এফসিএমএ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, করপোরেশনরে প্রধান প্রকৌশলী মো. আব্দুর রউফ খান, কেরু ্এন্ড কোং লিঃ এর এমডি. প্রকৌশলী এনায়েত হোসেন, কুষ্টিয়া চিনিকলের এমডি. আবদুল কাদের, মোবারকগঞ্জ চিনিকলের এমডি ইউসুফ আলী শিকদার, রেনইউক যজ্ঞেশ্বর এন্ড কোং এর এমডি মো.পিয়ারুজ্জামান,ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি শিল্প সচিব মো. আব্দুল হালিম বলেন, কয়েকদিন হলো এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। বাংলাদেশেকে এগিয়ে নিতে শিল্প বিশেষ ভূমিকা রেখে চলেছে। চিনিশিল্পকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এ শিল্পের সাথে লক্ষ লক্ষ লোক জড়িত। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে যার যার অবস্থান হতে কাজ করতে হবে। নতুন উদ্বাবনী শক্তি কাজে লাগাতে হবে। মতবিনিময় সভায় বিভিন্ন চিনিকলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি চিনিকলে ফলজ গাছের চারা রোপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ