Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত সচিব ১৬৩ বিভিন্ন মন্ত্রণালয়ে ৮৭ জনকে সংযুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

প্রশাসনের আরো ১৬৩ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত বুধবার গভীররাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১৬৩ জন কর্মকর্তার মধ্যে যেসব কর্মকর্তা প্রশাসন বহির্ভূত ক্যাডার থেকে উপ-সচিব পদে আত্মীকৃত হয়েছিলেন তাদের সংখ্যা ৩০ জন।
এর মধ্যে একই মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে ৮৭ জন কর্মকর্তাকে সংযুক্তি করে গতকাল বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার গভীররাতে প্রজ্ঞাপন জারি করা ১৬৩ জন কর্মকর্তার মধ্যে ১৫৪ জন কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৯ জন কর্মকর্তা নানা কাজে বিদেশে অবস্থান করায় তারা যখন দেশে ফিরবেন তখন তাদের প্রজ্ঞাপন জারি করা হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মোঃ শওকত নবী, মোঃ আমিনুল বর চৌধুরী, মাঃ হাফিজ উদ্দিন, মুহাম্মদ আমজাদ হোসেইন, মোঃ আব্দুর রউফ, আবু সাঈদ সালাহ উদ্দিন মাহমুদ, মোঃ মজিবুর রহমান, নিমাই চন্দ্র পাল, মোঃ আব্দুল মালেক, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মশিউর রহমান, মোঃ তসলীমুল ইসলাম, ড. সৈয়দ আবু আসাদ, মোঃ মাহবুব উল ইসলাম, বিশ্বনাথ বণিক, মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, মোঃ শাহ আলম মৃধা, আনোয়ারুল ওয়াহেদ চৌধুরী, মোঃ শাহজাহান মিয়া, বেগম নাসরীন আখতার চৌধুরী, পারভীর আখতার, ডা. মোঃ ফারুক হোসেন, মোঃ মিজান উল আলম, সোহেল আহমেদ, মোঃ ইউসুফ আলী, নারায়ণ চন্দ্র দেবনাথ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আইয়ুব হোসেন, লুৎ্ফুন নাহার বেগম, মোসাম্মাৎ হামিদা বেগম, আনিস মাহমুদ, অনল চন্দ্র দাস, সারওয়ার মাহমুদ, কেএম রফিকুল ইসলাম, মোঃ হাসানুল ইসলাম, আখতারি বেগম, সত্যেন্দ্র কুমার সরকার, ড. মোঃ হেলাল উদ্দিন, ড. পিয়ার মোহাম্মদ, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ মুরি চৌধুরী, মোঃ মনজুর হোসেন, চন্দন কুমার দে, জহুরুল ইসলাম, মোঃ নজীবুল ইসলাম, বেগম সালমা মমতাজ, মোঃ দেলওয়ার হায়দার, মমিনুর রশিদ আমিন, মোঃ মিজানুর রহমান, ড. শাহ আলম, নীতিশ চন্দ্র সরকার, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মোহাম্মদ জাকীর হোসেন, মোঃ আবুল মনসুর, তুলশী রঞ্জন সাহা, মোঃ হারুন-অর-রশিদ মোল্লা, সৈয়দ মোঃ তাজুল ইসলাম, সুবাস চন্দ্র সাহা, মোঃ কামরুজ্জামান, মাসুদ আহমদ, মোঃ সালাহউদ্দীন চৌধুরী, মোঃ সেলিম রেজা, বেগম মাহফুজা আখতার, মোঃ মকবুল হোসেন, নাজমুল হক খান, মোঃ মোস্তফা কামাল, মোঃ শহিদুল ইসলাম, খাজা আব্দুল হান্নান, বেগম খোদেজা আক্তার খানম, মোঃ মনিরুজ্জামান, এবিএম আজাদ, অশোক কুমার দেবনাথ, আবুল কালাম সামসুদ্দিন, সুবোল বোস মণি, রতন চন্দ্র পন্ডিত, ড. তরুণ কান্তি শিকদার, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ নাসির উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মোঃ মোকাব্বির হোসেন, মোঃ ইমরুল চৌধুরী, মোঃ মোকাম্মেল হোসেন, মোঃ আনওয়ার হোসেন, মোঃ দেলওয়ার হোসেন, মোঃ আবদুল কাদের, মোঃ মাসুদ করিম, মোঃ আবদুল করিম, শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, মোঃ হাবিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম, আব্দুল গফফার খান, মোঃ মশিউর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, সঞ্জয় কুমার বণিক, ভুবন চন্দ্র বিশ্বাস, রঞ্জিত কুমার দাস, মোহাম্মদ ইরফান শরীফ, মোঃ আবু বকর সিদ্দিক, অমিতাভ সরকার, রুম্মান আখতার খান, মোঃ মাহবুব কবীর, মোঃ দেলোয়ার হোসেন, প্রণব কুমার ঘোষ, মোঃ এহছান ই এলাহী, বেগম ইফফাত আরা মাহমুদ, মোঃ আজহারুল ইসলাম খান, একেএম দিনারুল ইসলাম, মোঃ বেলায়েত হোসেন তালুকদার, একেএম হুমায়ুন কবীর, এসএম সেলিম রেজা, মোঃ হুমায়ুন কবীর খন্দকার, মোঃ মমিনুর রহমান, মোঃ সাহেদ আলী, মোঃ আবদুল বারিক, বেগম জাকিয়া সুলতানা, মোঃ মহিবুর রহমান, আবুল হাসনাত মোঃ লতিফুল কবীর, সাইদা নাইম জাহান, মোঃ মতিউর রহমান, বেগম আসমা তামকীন, বেগম খালেদা আক্তার, বেগম জেবুন্নেছা করিম, একেএম মাহবুবুর রহমান জোয়ার্দার, ড. মোঃ সাইদুর রহমান সেলিম, ড. মোঃ ইউনুস আলী প্রামাণিক, ড. শেখ মোঃ রেজাউল ইসলাম, ড. মোঃ রেজাউল হক, মোঃ আবদুল হাকিম মজুমদার, মোঃ শহীদুল হক ভূঁঞা, আফতাব আহমেদ, বেগম ফৌজিয়া নাহার ইসলাম, মোঃ আব্দুর রউফ, মোহাম্মদ আবু ফারুক, মোঃ শহিদুল্লাহ, পিযূষ কান্তি নাথ, ড. মোয়াজ্জেম হোসেন, দীল মোহাম্মদ, ব্রজ গোপাল ভৌমিক, মোঃ তাহিয়াত হোসেন, মোঃ বদরুল হাসান বাবুল, সুরথ কুমার সরকার, বেগম শাহিদ ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মাহমুদুল ইসলাম, মোঃ বজলুর রহমান, মোঃ আইনুল কবীর, মোঃ মহসিনুল আলম, এসএম নুরুল ইসলাম, মোঃ বদরুল আনাম ভুঁইয়া, সৈয়দ তওহিদুর রহমান, মোঃ আবু বকর সিদ্দিক ও মোঃ সিরাজুল ইসলাম।এর মধ্যে ৮৭জন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্তি করা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার ৫ উপসচিব এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকের চেয়ারম্যানকে বদলী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতিরিক্ত সচিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ