রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নতুন রাস্তা হবে মসৃণ ও যান চলাচলের উপযোগী। কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর জামতলা থেকে চিত্রা নদী পর্যন্ত সড়কটি এইচবিবি করণের পর বালু দেয়া হয়নি। নিম্নমানের ইট বিছিয়ে তৈরি করা হয়েছে পাঁকা রাস্তাটি। বালু না থাকায় নতুন রাস্তায় যানবাহনে বিরক্তিকর শব্দ তৈরি হচ্ছে। এ ছাড়া নির্মাণের মাত্র দুই মাসের মধ্যেই ভাঙতে শুরু করেছে ইটগুলো। আর আলগা, উঁচু-নিচু ইটের উপর দিয়ে যানবাহন চলাকালে ঘড়ঘড় শব্দ শুনছেন পথচারীরা। কষ্ট করেই চলতে হচ্ছে এলজিইডির তৈরি করা সদ্য নির্মিত পাঁকা সড়কটি দিয়ে।
এই বেহাল অবস্থা দেখে গ্রামবাসী বলছেন, তারা নিম্নমানের ইট ব্যবহার না করার অনুরোধ করেও ব্যর্থ হয়েছেন। আর অসংখ্যবার ইটের উপর বালু দেয়ার অনুরোধও করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। উল্টো ঠিকাদার এই কাজের চ‚ড়ান্ত বিল উত্তোলন করে নিয়েছেন। কালীগঞ্জ এলজিইডি দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আলাইপুর ও আলুকদিয়া গ্রামের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা আলাইপুর জামতলা-চিত্রা নদী রাস্তাটি নির্মাণের জন্য ৪৫ লাখ ৫৮ হাজার ৪৭৭ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি পান মেসার্স কাজী মাহাবুবুর রহমান। ২০১৮ সালের শুরুর দিকে ঠিকাদার রাস্তা নির্মাণ শুরু করেন। চলতি বছরের ৩০ মে শেষ করেছেন। আর ১১ জুন চ‚ড়ান্ত বিল উত্তোলন করেছেন। সরেজমিন দেখা গেছে, দুই মাস যেতে না যেতেই রাস্তাটি ভাঙতে শুরু করেছে। ইট বিছানো রয়েছে খুবই নিম্নমানের। ইটগুলোই ফাঁকা করে সাজানো হয়েছে। আর এই ফাঁক বন্ধ করতে কোনো বালু ব্যবহার করা হয়নি। যানবাহনের চাকায় ইটগুলো ভেঙে যাচ্ছে। অনেক স্থানে ইট গুঁড়ো হয়ে গেছে।
আলাইপুর গ্রামের রকি ইসলাম জানান, অত্যান্ত নিম্নমানের ইট দিয়ে কাজ করার সময় তারা আপত্তি করেন, কিন্তু ঠিকাদারের লোকজন শোনেনি। সবশেষে ইট বিছিয়ে তার উপর বালু না দিয়ে চলে যান। কালীগঞ্জ উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী অভিজিৎ কুমার বিশ্বাস বৃহস্পতিবার জানান, জুন মাসে কাজ শেষ করে ঠিকাদার। সেই সময়ে কাজের প্রচন্ড চাপ ছিল। তিনি নিজে না পারলেও অফিসের লোক দিয়ে খোঁজ নিয়ে চূড়ান্ত বিল তৈরি করেন। কিন্তু পরে জানতে পারেন, রাস্তায় বিছানো ইটের উপর বালু দেয়া হয়নি। তিনি বলেন, ঠিকাদারের জামানতের টাকা রয়েছে। এই টাকা দিয়ে বালু দেয়ার ব্যবস্থা করবেন বলে তিনি জানান। ঠিকাদার মাহাবুবুর রহমান জানান, কাজটি তার লাইসেন্সে হলেও মূলত কাজ করেন আবু সাঈদ নামের আরেক ঠিকাদার। তবে আবু সাঈদ বর্তমানে হজ করার জন্য মক্কায় রয়েছেন বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।