বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের পানিরকুয়া পাড়া থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ২নং ওয়ার্ডের পানিরকুয়া পাড়ার মনিরা বেগমের বাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে প্রতিবেশীর দেয়া তথ্যে ছৈয়দুল আমিনের কারাগারে থাকা স্ত্রী মনিরা বেগমের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় ও তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘ ৬-৭ মাস যাবত মনিরা বেগম ও তার তিন নিকটাত্মীয় ইয়াবা মামলায় কুমিল্লা কারাগারে রয়েছেন। বাড়িতে শুধুমাত্র মনিরার স্বামী ব্যাটারিচালিত অটোরিকশা চালক (টমটম) ছৈয়দুল আমিন থাকতেন। কিন্তু কয়েকদিন যাবত তাকে এলাকায় দেখা যাচ্ছে না।
বুধবার রাতে বাতাসে ভেসে আসা দুর্গন্ধের সূত্র ধরে গ্রামবাসী তার বাড়ি থেকেই তা বের হচ্ছে বলে জানতে পারে। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে অর্ধগলিত মরদেহটি খুঁজে পায়।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, মৃতদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।