Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

নগরীর ফিরিঙ্গীবাজার ব্রীজঘাটায় অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাইক্রোবাস আরোহী তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে তাদের পাকড়াও করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার রামুর খুনিয়া পালংয়ের জিন্নাত আলীর পুত্র মোঃ আব্দুর রশিদ (৩৪), কক্সবাবার শহরে গাড়ীর মাঠ এলাকায় মৃত আব্দুল করিমের পুত্র মোঃ আব্দুল মান্নান (৩২) ও কক্সবাজার শহরের খরুলিয়া মুন্সীপাড়ার আব্দুর শুক্কুরের পুত্র মোঃ বাবুল উদ্দিন (১৮)।
এ সময় তাদের বহনকারী নোহা মাইক্রোবাস (চট্টমেট্রো-চ ১১-২৩৮০) জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, ইয়াবা ট্যাবলেগুলো মাইক্রোবাসের মালিক মোঃ আবু বক্কর তাদের মাধ্যমে চট্টগ্রামে পাচার করছিল। এর আগেও তারা এ মাইক্রোবাসযোগে নানা কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করেছে। গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই মাদক ব্যবসায়ী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ