বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় অভিযোগপত্রভুক্ত দুই পলাতক আসামির বিরুদ্ধে হুলিয়া জারি করে তাদের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান গতকাল বুধবার এ আদেশ দেন। এ আদেশ বাস্তবায়নে কতটা অগ্রগতি হল তা জানাতে ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে বলে ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম ছারোয়ার খান জাকির জানান। কারাগারে থাকা এ মামলার ছয় আসামিকে এদিন ট্রাইবুনালে হাজির করা হয়। এর আগে গত ৮ অগাস্ট আট আসামির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে দুই পলাতক আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে না পারায় তাদের এখন হুলিয়া জারি করে সম্পত্তি জব্দের নির্দেশ দিলেন বিচারক। হুলিয়া জারি হওয়ায় পুলিশ এখন পলাতক দুই আসামির ঠিকানায় এবং সংশ্লিষ্ট থানায় তাদের পলাতক থাকার বিষয়টি জানিয়ে নোটিস টাঙিয়ে দেবে। ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে গত ২৩ জুলাই তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
গুলশান হামলা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।