Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ৯:০৩ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামে বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল ওরফে জালু নামের বয়লার (চাতাল) শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জালু পার্শ্ববর্তী হর্ষি গ্রামের মৃত জব্বারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের লুৎফর রহমানের (আনিছুর চাউল কল) নামের একটি বয়লার (চাতাল) দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন আব্দুল জলিল ওরফে জালু (৫২)। ঘটনার দিন বুধবার সকালে বয়লার চাতালের চুলায় জ্বাল দেয়ার মটরে বিদ্যুতের লাইন তার জোড়া দেয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জালুর মৃতদেহ বয়লার চাতালেই ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ