মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালদ্বীপের নির্বাচনে ভোট কারচুপি হলে দেশটিতে হামলা চালাতে আহ্বান জানিয়েছেন ভারতের রাজ্যসভার এমপি সুব্রামনিয়ান স্বামী। মালদ্বীপে নির্বাচনের প্রায় তিন সপ্তাহ আগে এক টুইট বার্তায় এমনটাই লিখেছেন বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করা এই এমপি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গত শুক্রবার সুব্রামনিয়ান টুইট করেন, নির্বাচনে জালিয়াতি হলে ভারতের উচিত মালদ্বীপে হামলা চালানো। টুইটে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও তার একটি বৈঠকের খবরের লিংকও জুড়ে দিয়েছেন সুব্রামনিয়ান।
বিজেপির এই নেতার টুইটের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, এটি ড. স্বামীর ব্যক্তিগত মত। এটি ভারত সরকারের দৃষ্টিভঙ্গি নয়। এদিকে সুব্রামনিয়ানের ওই টুইটের পর মালদ্বীপে ভারতের হাইকমিশনার অখিলেশ মিশ্রকে ডেকে পাঠান মালদ্বীপের পররাষ্ট্র সচিব আহমেদ সারির। এসময় তিনি সুব্রামনিয়ানের টুইট নিয়ে মালের ‘অসন্তোষের’ কথা জানান।
আগামী ২৩ সেপ্টেম্বর মালদ্বীপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু পার্লামেন্ট, বিচার বিভাগকে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করতে না দিয়েই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে দিলি। এমন পরিস্থিতিতে দিলির ভূমিকা নিয়ে সন্দেহের তৈরি হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিলির সংযম থাকার আহ্বানের মধ্যেও ৪৫ দিনের জরুরি অবস্থা জারি করেন আব্দুলাহ ইয়ামিন। এরপরই মূলত উভয় দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
উলেখ্য, বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুব্রামনিয়ান। বাংলাদেশ যদি অবৈধ অভিবাসী বন্ধ করতে ভারতকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছিলেন এই বর্ষীয়ান নেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।