Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন আতঙ্কে এলাকাবাসী

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাজীপাড়া এলাকার পাউবোর বেড়িবাধ ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। গতকাল মঙ্গলবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোন রকম পানি আটকানো সম্ভব হলেও এলাকাবাসি রয়েছে ভাঙন আতঙ্কে। পাউবো কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে বাধ রক্ষায় কাজ না করলে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি বলে জানিয়েছে স্থানীয়রা। আর ভয়াবহ ভাঙন ধরায় নদী তীরবর্তী স্থানীয় জনসাধারন রয়েছে আতঙ্কে। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এলাকাবাসি কাজ করলেও পাউবো কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এ জনপদের সাধারন মানুষ।
সরেজমিনে দেখা গেছে, পাউবোর ১৩/১৪-১ পোল্ডরের কপোতাক্ষ নদের গাজীপাড়া বেড়িবাধ ভয়াবহ ভাঙনেরকবলে পড়েছে। স্থানীয়রা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বেশ কয়েক দিন ভাঙনরোধে কাজ করলেও গতকাল মঙ্গলবার দুপুরে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাধ ব্যাপক ভাঙনের কবলে পড়ে।। তাৎক্ষনিক এলাকাবাসি কাজ করে পানি আটকাতে পারলেও রাতের জোয়ার নিয়ে তারা শঙ্কিত। আর ভাঙন আতঙ্কে এলাকা ছাড়ছে স্থানীয়রা।
উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম বলেন,গাজীপাড়াা এলাকার বেড়িবাধ ভয়াবহ ভাঙ্গন ধরেছে। বেশ কিছু দিন সেখানে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কাজ করে কোন রকম পানি আটকানো সম্ভব হয়েছে। গতকাল হঠাৎ করে পানি প্রবেশের উপক্রম হয়ে পড়ে। বর্তমানে এই ভাঙ্গন কবলিত এলাকায় চলাচলের জন্য সকল প্রকার যানবাহন বন্ধ রাখা হয়েছে। কিন্তু গতকাল দুপুরে বেশ কিছু এলাকার বেড়িবাধ জোয়ারের সময় হঠাৎ নদী গর্ভে বিলিন হয়ে যায় ।
পাউবোর আমাদী সেকশন কর্মকর্তা সেলিম হোসেন বলেন, বিষয়টি শুনেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, গাজীপাড়া বেড়িবাধের বিষয়টি পাউবো উর্ধতন কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে কাজ করা হবে বলে তিনি জানান। উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন ঘটনা স্থান পরিদর্শন করে বলেন এই মুহুর্তে বাধ রক্ষায় কাজ করার জন্য পাউবো কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেড়িবাঁধ

৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ