Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি

বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

নদী ভাঙনরোধে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছে রামগতি ও কমলনগর নদী তীর রক্ষা বাঁধ ঐক্য পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে পরিষদের আহবায়ক মো. আব্দুজ্জাহের সাজু বলেন, রামগতি ও কমলনগরের নদী ভাঙনে হাজারও ঘর-বাড়ি, অসংখ্য স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদসহ অনেক হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন কবলিত এলাকার মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি ও কমলনগরের বেড়িবাঁধের কাজের জন্য তিন হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে নদীভাঙন কবলিত অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। এই হাসিটি যাতে চিরস্থায়ী হয় তাই আমাদের অনুরোধ ওই বেড়িবাঁধ প্রকল্পটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়িত্বের বিষয়টি নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করানো হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ