Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের বিরলে ইউপি সদস্যকে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ৫:০৫ পিএম

দিনাজপুরের বিরলে পূর্ব বিরোধের জের ধরে এক ইউপি সদস্যকে পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত ঐ ইউপি সদস্য চিকিৎসাধীন রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাকইর গ্রামের মৃত নশর উদ্দীনের পুত্র ১১ নং পলাশবাড়ী ইউপি’র ৬নং ওয়ার্ড সদস্য ছহিদুর রহমান (৫৫) কে একই ইউপি’র ফরমানপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে প্রতিপক্ষ দুর্বৃত্তরা আটক করে। এসময় তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ডান পা বাম হাতের রগ কেটে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত ছহিদুর চিৎকার করলে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে। সাথে সাথে আহত ইউপি সদস্য ছহিদুরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্য চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। গুরুতর আহত ইউপি সদস্যের পরিবারের পক্ষ থেকে হামলার কারণ হিসাবে প্রতিপক্ষ ফরমানপুর গ্রামের রমযান আলীর পুত্র ইদ্রিস আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে দাবী করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ১১ নং পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে প্রতিপক্ষ ইদ্রিস আলীসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে জখম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ