Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া কাগজে সোয়া দুই কোটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:৪৪ এএম

ভুয়া কাগজপত্রের মাধ্যমে ২শত ৪৪ জন ব্যক্তির নামে ঋণের সোয়া ২ কোটি টাকা আত্মসাতের দায়ে জনতা ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলা অনুমোদন দেয়া হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। আসামিরা হলেন- পটুয়াখালীর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. গোলাম আজম, নতুন বাজার শাখার দ্বিতীয় কর্মকর্তা মীর জালালউদ্দীন ও সাবেক এসইও মো. নজরুল ইসলাম। সূত্র জানায়, আসামিগণ পরস্পর যোগসাজশে ভুয়া ব্যক্তিদের নামে জাল চাকরিজীবী প্রত্যয়নপত্র সৃজনের মাধ্যমে ঋণ বিতরণ দেখিয়ে ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাত করেন। আসামিগণ ভুয়া ব্যক্তিদের নামে কাগজপত্র তৈরি করে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ওই টাকা আত্মসাৎ করেন। জনতা ব্যাংকের বিভাগীয় তদন্তেও চাকরিজীবী এবং সিসি ঋণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের বিষয়সমূহ উদঘাটিত হওয়ায় গোলাম আজমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মসাত

২০ ফেব্রুয়ারি, ২০২২
২১ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ