বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ সময় আরেক যাত্রী আহত হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের নান্নু মিয়ার স্ত্রী। বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, প্রাণ গ্রæপের মালবাহী কাভার্ড ভ্যানটি হবিগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে আশুগঞ্জের রেলগেইটে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। অটোরিকশা যাত্রী বাতেম মিয়ার গুরুত্বর আহত হয়। আহত বাতেনকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করে এলাকাবাসী। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রার্প্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।