Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শরীয়ত বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না

ইসলামী আন্দোলনের সেমিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম


তাগুতি শক্তির সহচর হয়ে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিার মাধ্যমে দেশ ও সমাজের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সমাজের ইমামতের সাথে সাথে রাষ্ট্রের ইমাম ও ওলামায়ে কিরাম হতে হবে। জোট মহাজোট বাদ দিয়ে ওলাময়ে কিরামের একক ঐক্যবদ্ধ ফ্লাট ফরম তৈরি করেছেন পীর সাহেব চরমোনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ। শরীয়তের ফরজ বিধানকে বাদ দিয়ে কারো সাথে আপোষ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। দেশের সার্বিক অবস্থার আমূল পরির্তন করতে হলে ইসলামী অনুশাসণের বিকল্প নেই। গতকাল সকাল ৯ টা কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ওলামা সেমিনারে বক্তাগণ উপরোক্ত কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা মোঃ মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওমর গনি এম.ই.এস কলেজের অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমত পুরী, মুফতী মাছউদুর রহমান, শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা মোঃ শাহাদাত হোসাইন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ