Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাড়া জাগিয়েছে আসিফ-আঁখির ওরে পাখি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

এবারের ঈদে নতুন চমক নিয়ে হাজির হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর। ঈদ উপলক্ষে স¤প্রতি মুক্তি পেয়েছে এই জুটির নতুন গান-ভিডিও ‘ওরে পাখি’। এরই মধ্যে ইউটিউবে সাড়া জাগিয়েছে মিউজিক ভিডিওটি। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এ পর্যন্ত আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রায় সাড়ে আট লাখের বেশি ভিউ হয়েছে। গত সোমবার বিকেলে মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিক (ইউটিউব) চ্যানেলে প্রকাশ করা হয়। আসিফ আকবর বলেন, উৎসবে শ্রোতারা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, এটি ঠিক তেমনই একটি গান। ভিডিও নির্মাণ দারুণ হয়েছে। আমাকে ও আঁখি আলমগীরকে ভিন্ন আঙ্গিক ও লুকে দর্শকরা দেখতে পাচ্ছেন। তিনি বলেন, রোমান্টিক ধাঁচের গান ওরে পাখি। সুহৃদ সুফিয়ান গানের কথামালা সুন্দর করে সাজিয়েছেন। জুয়েল মোর্শেদের সঙ্গীত আয়োজনও অসাধারণ। সেই সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে আছে আঁখি আলমগীর। শ্রোতাদের আমি বলবো বাংলা গান শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন। শুধু আমার গান নয়, দেশের নতুন পুরনো সবার গান উপভোগ করুন। আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন। এই গানটিও সুন্দর। নতুন গান-ভিডিও সবার ভালো লাগবে বলে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ