Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে জমির নিয়ে বিরোধে ঘুমন্ত বাবাকে গলা কেটে হত্যা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ২:৫৮ পিএম

নাটোরের লালপুরে জমির নিয়ে বিরোধে জয়নুদ্দিন (৭০) নামে এক ঘুমন্ত বৃদ্ধ বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে হজোর (৪০) বিরুদ্ধে।

সোমবার সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের ঢুলির মোড় নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ছেলে হজোকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নুদ্দিন ও ছেলে হজোর মধ্যে বেশ কিছু দিন ধরে জমি এবং অর্থসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত বাবাকে ধারালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে ছেলে।

হজোর পরিহিত ট্রাউজার ও ব্যবহৃত স্যান্ডেলে রক্ত দেখে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দেয়।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের পরিপ্রেক্ষিতে হজোকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা কেটে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ