Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৪০১২ আজ সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এসে পৌঁছবে। ফ্লাইটটি সউদী আরবের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে জেদ্দা ছেড়ে আসবে। পরবর্তী ২য় ফ্লাইটটি সোমবার রাত ১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে। প্রথম ফ্লাইটের হজযাত্রীদের স্বাগত জানাতে বিমান ও সিভিল এভিয়েশনের উদ্ধর্তন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৩ টি ডেডিকেটেট হজ ফ্লাইট এবং ২৯টি শিডিউল ফ্লাইটসহ মোট ১৭২ টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে। বিমানের সম্মানিত হজযাত্রীগণ যারা দেশে ফেরার জন্য যাত্রার তারিখ পরিবর্তন করতে চান তারা মক্কা, মদীনা ও জেদ্দায় বিমানের সেবাকেন্দ্রে যোগাযোগ করতে পারেন। যাত্রার নির্ধারিত তারিখ পরিবর্তনে আগ্রহীগণ প্রথম ৭ দিনের মধ্যে পরিবর্তন চাইলে ৬শ’ সউদী রিয়াল, ২য় ৭ দিনের মধ্যে ৫শ’ রিয়াল এবং পরবর্তী সময়ের ফ্লাইটের ক্ষেত্রে ৪শ’ সউদী রিয়াল তারিখ পরিবর্তন ফি প্রদান করে এ সেবা নিতে পারবেন। বিমানে আগত হাজীগণ ঢাকায় পৌঁছানোর পর ৫ লিটার করে জমজমের পানি বিমানবন্দর থেকে সংগ্রহ করবেন। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ১৬৭টি প্রি-হজ ফ্লাইটে সউদী আরব গেছেন ৬২ হাজার ৭ শ’ ৯৬ জন। প্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ