পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবী জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শহিদুল আলমের পক্ষে প্রচারণা চালানো ভারতীয় আলোকচিত্রীদের একটি দলের কাছে ভারতীয় এই নোবেল বিজয়ী বলেন, ‘গণতন্ত্রের জন্য ফটোসাংবাদিকতার ভেতর দিয়ে হোক বা অন্যভাবে গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। দুর্দান্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতে থাকা শহিদুল আলমের কাজগুলোর প্রশংসা করার যৌক্তিকতা আছে। তার কাজ নিন্দার বদলে প্রশংসার দাবিদার।’
গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে সরকারের বিরুদ্ধে গুজব ও ভুল তথ্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিচারিক আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মার্কিন ভাষাতাত্তি¡ক নোয়াম চমস্কি, ভারতীয় লেখক অরুন্ধতী রায়, লেখকদের সংগঠন পেন ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের সংগঠন আরএসএফ, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) শহিদুল আলমের মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দেয়। বিশ্বের প্রভাবশালী মিডিয়াসহ ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন শহিদুল আলমের মুক্তির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।