প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবুর জন্য গান লিখলেন প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। ‘তোমার প্রেমে করে বসবাস/আমার হলো সর্বনাশ/ হৃদয়ের গভীরে দুঃখ উপচে পড়ে/জীবনের চারিপাশ বেদনার দীর্ঘশ্বাস/এখন আমি নিঃসঙ্গতার ক্রীতদাস-এমন কথার গানটি লিখেছেন তিনি। গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। শহীদুল্লাহ ফরায়জী বলেন, করোনার শুরু থেকে আমি বাসায় আছি। কোনো কাজে বের হইনি। তবে বাবু ভাইয়ের এই গানটির রেকর্ডের সময় স্টুডিওতে যাওয়ার লোভ সামলাতে পারিনি। তিনি অভিনেতা হিসেবে যেমন শক্তিমান। গায়ক হিসেবেও তেমনই দেখেছি। এদিকে বাবু আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে মাহমুদ হাসান রানার বাবার ছেলে ও প্রবীর রায় চৌধুরীর বাবা তোমাকে ভালোবাসি নামে দুটি নাটকের শুটিং শেষ করেছেন। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।