প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রখ্যাত চলচ্চিত্রকার, নাট্যকার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শহীদুল হক খানের অবস্থা সংকটাপন্ন। গত দুই বছর ধরে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। তার লিভারের একটি বড় ধরনের অপারেশন প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে তা করাতে পারছেন না। তার শারীরিক অবস্থা অবনতির দিকে। দ্রæত এই অপারেশন করানো প্রয়োজন বলে জানান তিনি। পেটস্ক্যান, সিটিস্ক্যান, ওরাল কেমোসহ অপারেশনের জন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন, যা তার কাছে নেই। ইতিপূর্বে চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। নিজের জীবন বাঁচানোর আকুতি জানিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, শহীদুল হক খান নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কলমীলতা, সুখের সন্ধানে, ছুটির ফাঁদে। নির্মাণাধীন আছে বীরপ্রতীক কাঁকনবিবি, একজন ভাষা সৈনিকের গল্প, স্বাধীনতা, রাধারমন। বাংলাদেশে প্রথম প্যাকেজ নাটক নির্মাতাদের একজন তিনি। অসংখ্য নাটক নির্মাণ করেছেন তিনি। এ যাবৎ তার রচিত ও প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় শতাধিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।