Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সেনাবাহিনীতে ব্যাপক রদবদল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

লে. জেনারেল নাদিম রাজাকে নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ব্যাপক বদলিতে এক-তৃতীয়াংশ কোর কমান্ডার পরিবর্তনের মধ্যেই গত শুক্রবার তা করা হয়েছে। আগামী অক্টোবরে পাঁচজন তিন তারকা জেনারেলের অবসর আসন্ন হওয়ায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে পরিবর্তনকে সামনে রেখে এই বদলি হলো। ধারণা করা হচ্ছে, আসন্ন পরিবর্তন সহজে সম্পন্ন করার লক্ষ্যেই জেনারেল হেডকোয়ার্টার্স ও শীর্ষ কমান্ড পর্যায়ে এই বদলি করা হয়েছে। শুক্রবার এই পরিবর্তনের কথা ঘোষণা করা হয়। এতে লে. জেনারেল মর্যাদায় ২২টি পদে পরিবর্তন হয়। লে. জেনারেল নাদিম রাজাকে ১০ কোর থেকে সিজিএস পদে, তার পূর্ববর্তী সিজিএস লে. জেনারেল বিলাল আকবরকে ১০ কোরের প্রধান হতে চাকলালা যেতে হচ্ছে। লে. জেনারেল শহিদ বেগ মির্জাকে লে. জেনারেল হুমিয়ুন আজিজের স্থানে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ইন্সপেক্টর জেনারেল পদে বদলি করা হয়। আজিজকে ৫ কোরের প্রধান করে করাচি পাঠানো হয়েছে। লে. জেনারেল নাদিম আশরাফ এখন মুলতানের ২ কোরের প্রধান হবেন, বর্তমান কমান্ডার লে. জেনারেল আবদুল্লাহ ডোগারকে লে. জেনারেল আশরাফের স্থানে তক্ষশিলার হেভি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান করা হয়েছে। উল্লেখ্য, পক্ষকাল আগে ভাওয়ালপুর কোর কমান্ডার লে. জেনারেল শের আফগানের স্থলে লে. জেনারেল জাভেদ মাহমুদ বুখারিকে নিয়োগ করা হয়। আফগানকে জিএইচকিউয়ে মহাপরিদর্শক আমর্স করা হয়েছে। অর্থাৎ মোট ৯টি কোরের মধ্যে চারটি আগেই নতুন কমান্ডার পেয়েছিল। যে পাঁচজন তিন তারকা জেনারেল অবসর নিতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান আইএসআই প্রধান লে. জেনারেল নাভিদ মুখতার, ১১ কোর কমান্ডার লে. জেনারেল নাজির বাট। অপর তিনজন হচ্ছেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড কমান্ডার লে. জেনারেল মিয়া মোহাম্মদ হিলাল হোসাইন, জিএইচকিউ’র সামরিক সচিব লে. জেনারেল ঘায়ুর মোহাম্মদ, ট্রেনিং অ্যান্ড ইভালুয়েশন মহাপরিচালক লে. জেনারেল হিদায়াতুর রহমান। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ