Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওল চাষে সফল দম্পতি

সাতক্ষীরা থেকে আক্তারুজ্জামান বাচ্চু | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সাতক্ষীরায় ওল চাষে সফল হয়েছেন সরকারি চাকুরি জীবি এক দম্পতি। এরা হলেন, জেলার তালা উপজেলার শুভাষিণী গ্রামের মোঃ রজব আলী মোড়লের ছেলে আব্দুল হালিম ও তার স্ত্রী জয়নাব খাতুন। আব্দুল হালিম সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর স্টেনো পদে এবং জয়নাব স্থাণীয় একটি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে চাকুরিরত।
স্টেনো আব্দুল হালিম জানান, এবছর দুই বিঘা জমিতে ওল চাষ করা হয়েছে। জানুয়ারি মাসের প্রথম দিকে যশোরের কেশবপুর বাজার থেকে ওলের চাকী কিনে আনা হয়। এরপর লাঙ্গল দিয়ে জমি চাষ করে ইউরিয়া, ফসফেট, পটাশ, দস্তা, ড্যাব সার ব্যবহার করে ওলের চাকী লাগানো হয়। ছয় থেকে সাত মাসের মধ্যে ওলগাছে ওল খাওয়ার উপযুক্ত হয়। মাদ্রাস জাতীয় এসব ওল এক একটি ৩ থেকে ৭ কেজি পর্যন্ত হয়ে থাকে। ওলগুলো খেতেও খুব মাজাদার হয়ে থাকে। এবং স্বাস্থ্যের জন্যও ওল উপকারি। এখন ওল খেত থেকে তুলে বাজারে বিক্রি করা হচ্ছে। যদিও আশানুরুপ বিক্রির মূল্য পাওয়া যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। প্রতিমন ওল ১৮ মাইল বাজারে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা দরে।
তিনি জানান, তার দুই বিঘা জমিতে গত জুলাই মাস পর্যন্ত খরচ হয়েছে ৯১ হাজার ৪৫৩ টাকা। আগষ্টের কয়দিনে ওল বিক্রি হয়েছে ২০ হাজার টাকা। তবে জমিতে এখনো যে পরিমানে ওল রয়েছে তাতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ওল বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি জানান, সরকারি চাকুরির পাশাপাশি স্বামী-স্ত্রী মিলে নিজের জমিতে ওল চাষ করতে পেরে ভালোই লাগছে। তিনি আরো জানান, কৃষি অধিদপ্তরের সহায়তা বা পরামর্শ পেলে ওল চাষে আরো বেশি সাফল্য হওয়া যাবে এবং এলাকার মানুষজন ওল চাষে আগ্রহী হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ