Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীর আলাওল দিঘি এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

হাটহাজারী উপজেলা সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নং গেইট আলাওল দিঘি সংলগ্ন এলাকা থেকে গতকাল অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধ গতকাল সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আলাওল জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ইন্তেকাল করেন। স্থানীয়রা সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ মর্গে নিয়ে যায়। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, লাশটি মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধটি বোবা ও মানসিক ভারসাম্যহীন বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাটহাজারীর আলাওল দিঘি এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ