Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযোজনায় এশা দেওল তখতানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অভিনেত্রী এশা দেওল ঘোষণা দিয়েছেন, তিনি রামকমল মুখার্জীর পরিচালনায় ‘এক দুয়া’ ফিল্মে অভিনয় করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই ফিল্মটি দিয়ে প্রযোজনায় তার অভিষেক হবে। ভরত এশা ফিল্মসের (বিইএফ) ব্যানারে এশা এবং তার স্বামী ভরত তখতানি ফিল্মটি প্রযোজনা করবেন। এশাকে সর্বশেষ দেখা গেছে ২০১১’র ড্রামা ফিল্ম ‘টেল মি ও খুদা’তে। এশা বলেন, আমাকে ‘এক দুয়া’তে অভিনয়ের প্রস্তাব দেয়া হলে চিত্রনাট্য পড়ে আমি কাহিনীতে মিশে যাই। আমার মনে হল এই ফিল্মটিতে আমার পৃষ্ঠপোষকতা করা উচিত। তাই আমি এর সঙ্গে প্রযোজনায় যুক্ত হয়েছি। ভরত আমাকে এটি পার্টনার হিসেবে চলচ্চিত্র প্রযোজনার দরজা খুলে দিয়েছে। ২০১২তে ভরতকে বিয়ে করে এশা চলচ্চিত্র থেকে দূরে আছেন। এই দম্পতির দুটি কন্যা সন্তান আছে। এশা (৩৯) বলেন, ‘গত কয়েক বছর আমি আমার দুই মেয়ের যত্ন নিয়ে সময় কাটিয়েছি। তবে ফিল্মে বরাবরই ফিরতে চেয়েছি, ভিন্ন কিছু করতে চেয়েছি। আমার মেয়েরা কিছুটা বড় হয়েছে, তাই মনে হল এখনই সময়।’ ‘এক দুয়া’র সহ-প্রযোজনায় থাকবে ভেঙ্কি’জ এবং অ্যাসর্টেড মোশন পিকচার্স। স্ট্রিমিং প্লাটফর্ম ভূত সিলেক্টের এটির প্রিমিয়ার হবে। এই ফিল্মটি ছাড়াও এশা ডিজনিপ্লাস এবং হটস্টার ভিআইপিতে অজয় দেবগনের ক্রাইম ড্রামা ‘রুদ্র- দি এজ অফ দ্য ডার্কনেস’-এ অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশা দেওল তখতানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ