Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন অভিবাসন নীতিতে ৫৯ সিইওর উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ৫৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা। তারা বিভিন্ন মার্কিন কোম্পানিতে দায়িত্ব পালন করছেন। বুধবার এক লিখিত বিবৃতিতে তারা বলেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে তাদের কোম্পানির বহু কর্মী হুমকির মুখে পড়তে পারেন। নতুন অভিবাসন নীতির কারণে এখন পর্যন্ত অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
অ্যাপল ইনকরপোরেশনের টিম কুক, জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানির জেমি ডিমন ও আমেরিকান এয়ারলাইন্সের ডৌগ পার্কারসহ ৫৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধান নির্বাহী কর্মকর্তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের উচিত অভিবাসন নীতি পুননিরীক্ষণ করা। কারণ অভিবাসন নীতির জটিলতায় তাদের বহু দক্ষ কর্মী সংকটের মধ্যে পড়তে পারেন। এসব কর্মী যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রেখেছেন।
যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধতা পাওয়া এসব কর্মী শুধু নয় বরং তাদের পরিবারও সংকটের মধ্যে পড়তে পারে। বিশেষ করে যারা এইচ-১বি কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে কাজ করছেন। সাধারণত এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে কোম্পানিগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ