Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলো ছড়াতে পারলেন না মাবিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

 হতাশা দিয়েই জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস শুরু বাংলাদেশের। গেমসে পদকের লড়াইয়ের প্রথমদিন গত ১৮ আগষ্ট বাংলাদেশের পুরুষ ও নারী কাবাডি এবং সাঁতার, শ্যুটিং ও কুস্তি দল চরম ব্যর্থতার পরিচয় দিলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ফুটবল কিছুটা আলো ছড়িয়ে শেষ ষোলতে গেলেও গতকাল নক আউট পর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে হেরে এশিয়াড থেকে বিদায় নিয়েছে। হকি এখনো টিকে আছে। তবে ব্যর্থতার ধারাবাহিকতায় রয়েছে বাংলাদেশের গলফ, আরচ্যারি ও ভারোত্তোলন দল।
এশিয়াডে প্রথমবারের মতো অংশ নেয়া স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সিমান্তকে নিয়ে লাল-সবুজরা স্বপ্নের ডাল-পালা ছড়ালেও তিনি হতাশ করেছেন। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে এই প্রথম অংশ নিয়ে নিজের সেরা পারফরম্যান্স করতে পারলেন না গত সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া। জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র ভারোত্তোলক ছিলেন তিনিই। অংশ নিয়েছিলেন ৬৩ কেজি ওজন শ্রেণীতে। কিন্তু অন্য সব ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের মতোই মাবিয়ার পারফরমেন্স। গতকাল ১৭৮ কেজি ওজন তুলে ছয় প্রতিযোগির মধ্যে সবার শেষে তার অবস্থান। সর্বশেষ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে মাবিয়া তুলেছিলেন ১৮০ কেজি। যা ছিল তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স। এবার আরো বড় আসরে দুই কেজি কম ওজন তুলতে পেরেছেন বাংলাদেশের কৃতি এই নারী ভারোত্তোলক। চলতি বছরের এপ্রিলে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে মাবিয়া স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি। আর এবার জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে তিনি স্ন্যাচে তুলেছেন ৭৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি। অবশ্য ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে মাবিয়া আক্তার সিমান্তের প্রস্তুতিতে ঘাটতি ছিল। তিনি ছিলেন আস্থাহীন। তাই দেশসেরা এই নারী ভারোত্তোলক এশিয়াডে যাওয়ার আগে শুধু নিজের ক্যারিয়ার সেরা পারফরমেন্স করার প্রত্যাশার কথাই শুনিয়েছিলেন। কিন্তু বাস্তবে কি দেখা গেল? নিজের পারফরমেন্সই ধরে রাখতে পারলেন না ২০১৬ এসএ গেমসের স্বর্ণকন্যা মাবিয়া!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ