মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রথমবারের মতো তাদের খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহ এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
২০০৬ সালের সেই যুদ্ধের দ্বাদশ বার্ষিকীতে হিজবুল্লাহ গত রোববার চারটি খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। দক্ষিণ লেবাননের ম্লিতা প্রতিরোধ পর্যটন স্থাপনায় ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।
২০১২ সালে ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য হিজবুল্লাহ খায়বার-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। খবর আনাদোলুর।
খায়বার-১ ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ৯১৬ কেজি, সাত মিটার লম্বা এবং ক্ষেপণাস্ত্রটি ৪৪ থেকে ৭৫ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।
ইহুদিবাদী ইসরাইল বার বার বলে আসছে, তাদের জন্য হিজবুল্লাহ হচ্ছে সবচেয়ে বড় হুমকি। ইসরাইলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা ভবিষ্যতে ইসরাইলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।
হিজবুল্লাহও বলেছে, ভবিষ্যতে ইসরাইল কোনো রকম আগ্রাসনের চিন্তা করলে তারা হিজবুল্লাহর জবাবে বিস্মিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।