মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)’র কঠোর সমালোচনা করেছে লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহ। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলায় এ সমালোচনা করেছে দলটি। গত শুক্রবার ওআইসি’র শীর্ষ সম্মেলন শেষে দেয়া বিবৃতিতে সন্ত্রাসবাদে মদদ এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা উস্কে দেয়ার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়। বিবৃতিতে ইরানবিরোধী বক্তব্যও ছিল। ওআইসি’র এ বিবৃতি সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। ইরান এ বিবৃতিকে সমর্থন করেনি। গত ফেব্রুয়ারিতে সউদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসি’র বিশেষজ্ঞ পরিষদের বৈঠকে এ বিবৃতির খসড়া তৈরি করা হয়। সউদি কর্তৃপক্ষ ভিসা না দেয়ায় ওই বৈঠকে ইরানি কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেননি। ওআইসি’র এই বিবৃতি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ’র সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ। সিরিয়ায় এক শহীদ হিজবুল্লাহ সদস্যের জানাযা ও দাফন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এটি নাকচ করে দেন তিনি। তিনি বলেন, ওআইসির বিবৃতির কোনও মূল্য বা কার্যকারিতা নেই। হিজবুল্লাহ যা বেছে নিয়েছে তাতে কোনও পরিবর্তন আসবে না। এটি কখনো হিজবুল্লাহকে সত্যের পথে চলা থেকে বিরত রাখতেও পারবে না। ইরান কোনও কোনও আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে বিবৃতিতে যে অভিযোগ আনা হয়েছে তাও প্রত্যাখ্যান করেন ইরানের ঘনিষ্ঠ শিয়াপন্থী এ সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ
রাদ। প্রেস টিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।