Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গোপালগঞ্জে ইজিবাইক চালক খুন, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৮, ১১:০৩ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা ও মুখ বেঁধে পানিতে ফেলে বিজয় মোল্লা (১৫) নামের এক ইজিবাইক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দিতে এ ঘটনা ঘটে। নিহত বিজয় মোল্লা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চাপিকান্দি গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, দুই ছিনতাইকারী যাত্রী সেজে মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা যাওয়ার জন্য বিজয়ের ইজিবাইক ভাড়া করে।

ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দিতে পৌঁছালে ছিনতাইকারীরা ইজিবাইক চালক বিজয়কে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশের একটি খালে ফেলে দেয়।

এ সময় ইজিবাইক নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ইজিবাইকসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে ওই স্থান থেকে ইজিবাইক চালক বিজয়ের লাশ উদ্ধার করে।

বুধবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ