Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে দুই সেনাসহ নিহত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ২:৪২ পিএম

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিওডি জানিরোর বিভিন্ন বস্তি এলাকায় নিরাপত্তা বাহিনীর মাদকবিরোধী ব্যাপক অভিযান চলাকালে সন্দেহভাজন ১১ জন নিহত হয়েছেন। এসময় দুই সৈন্যও নিহত হয়।

সোমবার এ অভিযানে ম্যারি বস্তি এলাকা থেকে ৪৩০ কেজি মাদক উদ্ধার করা হয় বলে সামরিক কমান্ড জানায়। খবর এএফপির।

রিওডি জানিরো নগরীর নিরাপত্তার নেতৃত্ব দেয়া সামরিক কমান্ড জানায়, প্রেসিডেন্ট মিশেল তেমার রিওর নিরাপত্তা রক্ষায় তাদেরকে পাঠানোর পর এই প্রথম দুই সৈন্য নিহত হলো।

সামরিক কমান্ড জানায়, সামরিক গাড়ি বহর নিয়ে ৪ হাজার ২শ’ সৈন্য মাদক চোরাকারবারিদের পেনহা, আলেমাও ও ম্যারি বস্তিতে প্রবেশ করে অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকবিরোধী অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ