Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভুয়া চিকিৎসকসহ ৪ জনের কারাদন্ড

ইনজেকশন দিয়ে গরু মোটা-তাজাকরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

স্টেরয়েড জাতীয় ইনজেকশন ব্যবহার করে গরু মোটা-তাজা করার অপরাধে রাজধানীর গাবতলী গরুর হাটে দুই ভুয়া পশু চিকিৎসকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একবছর করে দন্ডপ্রাপ্ত দুই ভুয়া পশু চিকিৎসক হল- তরিকুল ইসলাম ও হেকমত আলী এবং দু’মাস করে কারাদন্ডপ্রাপ্ত দুই গরু ব্যবসায়ী হল- মো. আলম ও মো. রুবেল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইনজেকশন জব্দ করা হয়। গতকাল দুপুরের দিকে র‌্যাব-৪ এর একটি দলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গাবতলী পশুর হাটে এ দন্ড দেয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই আদালত পরিচালনা করেন এবং তাকে সহযোগিতা করেন প্রাণিসম্পদ অধিদফতরের পশু চিকিৎসকরা।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযান চালিয়ে তাদেরকে চারজনকে আটক করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২৪ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ