Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত নিউজলেটার নগরিয়ার উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ত্রৈমাসিক নিউজলেটার নগরিয়ার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গুলশানে নগর ভবনে নগরিয়ার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসির প্যানেল মেয়র মোহাম্মদ জামাল মোস্তফা ও আলেয়া সারোয়ার ডেইজী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাহুল ইসলাম, সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া, স্থপতি ইকবাল হাবিব উপস্থিত ছিলেন।
নিউজলেটারটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। নগরবাসীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য প্রদান করার লক্ষ্যে এ নিউজলেটারটি প্রতি তিন মাস পরপর নিয়মিত প্রকাশ করা হবে।
প্রথম সংখ্যায় নাগরিক সেবা সংক্রান্ত তথ্য সম্বলিত লেখা ছাড়াও প্রয়োজনীয় যোগাযোগের ফোন নম্বর দেওয়া হয়েছে, যাতে জনসাধারণ সরাসরি যোগাযোগ করে সেবা নিতে পারেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকদের যাদের হোল্ডিং নম্বর রয়েছে তাদের ঠিকানায় সম্পূর্ণ বিনামূল্যে ডাকযোগে বুকপোস্টের মাধ্যমে পৌঁছে যাবে নগরিয়া। প্রথম সংখ্যা আড়াই লাখ কপি ছাপানো হয়। প্রথম সংখ্যা প্রকাশে জাপানভিত্তিক বেসরকারি সংস্থা সিডস এশিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছে বলে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ