Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক হিরো আগুয়েরো

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

প্রিমিয়ার লিগের নবীন দল হাডার্সফিল্ড টাউন। গেলবার প্রথমবারের মত ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সুযোগ পেয়ে কোনমতে অবনমন এড়ায়। আনকোরা সেই দলকে নিয়ে গতকাল রিতিমত খেলেছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ইয়র্কশায়ারের দলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যার মধ্যে একাই তিন গোল করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
ঘরের মাঠ ইতিহাদে ২৫তম মিনিটে আগুয়েরোর গোলেই উৎসব শুরু করে সিটি। প্রথমার্ধেই আগুয়েরোর দ্বিতীয় গোলের আগে স্কোরবোর্ডে নাম লেখান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এসময় একটি গোল শোধও দেয় সফরকারীরা। বিরতি থেকে ফিরেই দারুণ ফ্রি-কিকে ব্যবধান বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। ৭৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো। এরপরই তাকে তুলে লেরয় সানেকে নামান কোচ পেপ গার্দিওলা। শেষদিকে তারই আক্রমণ থেকে প্রতিপক্ষকে দিয়েও একটি গোল করিয়ে নেয় সিটি। কনগোলো ঐ আত্মঘাতি গোলটি ছিল সিটির জন্যে ষষ্ঠ।
আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করে সিটি। পরশু চেলসির কাছেও পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে যায় গানাররা। স্ট্যামফোর্ড ব্রিজে ২০ মিনিটের মধ্যে বøুরা ২-০ ব্যবধানে এগিয়ে যায় পেড্রো ও মোরাতার গোলে। কিন্তু প্রথমার্ধেই গানারদের সমতায় ফেরান মিখিতারিয়ান ও আইয়োবি। শেষদিকে মার্কো অ্যালানসোর গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। তার মানে উনাই এমেরির অধীনে টানা হারে লিগ শুরু করল গানাররা।
একই রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে গ্যাঁগোর বিপক্ষে পিছিয়ে থেকেও নেইমারের পেনাল্টি গোল ও কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-১ ব্যবধানের জয় পায় চ্যাম্পিয়ন পিএসজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিরো আগুয়েরো

১২ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ