মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের ব্যাংক ও কর জালিয়াতির মামলায় জুরিদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় তাদের নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন ভার্জিনিয়ার এক বিচারক। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তে ম্যানাফোর্টের বিরুদ্ধে লবিস্ট হিসেবে আয় করা অর্থের কর ফাঁকির অভিযোগ ওঠে। রিপাবলিকান প্রচার শিবিরের সাবেক এ কর্মকর্তা অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, ইউক্রেইনের রাজনীতিবিদদের কাছ থেকে লবিং বাবদ আয় করা লাখ লাখ ডলারের কর দেননি ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট। দোষী সাব্যস্ত হলে ম্যানাফোর্টকে বাকি জীবন কারাগারেই কাটাতে হতে পারে বলেও ধারণা পর্যবেক্ষকদের। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।