মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বোমা হামলার মুখে চিলিতে ৯টি বিমান জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার চিলি, আর্জেন্টিনা ও পেরুগামী বিমানগুলো অবতরণে বাধ্য হয় বলে চিলি কর্তৃপক্ষ জানিয়েছে। চিলির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ভিক্টর ভিল্লালবস জানিয়েছেন, বৃহস্পতিবার সর্বমোট ১১টি হুমকি পাওয়া গেছে। এগুলোর মধ্যে দুটি ছিল ভুয়া ফ্লাইট নিয়ে। বাকী নয়টি ফ্লাইট চালু ছিল। এসব ফ্লাইটের মধ্যে দুটি বিমান চিলির লাটাম এয়ারলাইন্সের এবং তিনটি স্বল্প খরচের স্কাই এয়ারলাইন্সের। তিনি জানান, অবতরণের পর প্রতিটি বিমানে তল্লাশি চালানো হয়েছে এবং সব কয়টিকে বোমামুক্ত ঘোষণা করা হয়েছে। পরে এগুলোর অন্তত একটিকে পুনরায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।