Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমালোচনার মুখে আফগান সরকার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে কাবুল সরকার। দেশটির অধিবাসী ও বিশ্লেষকরা বলছেন যে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। কাবুল থেকে গজনি, জাবুল, ফারিয়াব ও নানগারহারে একের পর এক হামলায় সামরিক ও বেসামরিক জনগণ নিহত হওয়ার প্রেক্ষাপটে সরকারকে এই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। অনেকেই বলছেন যে, ২০১৭ সালে তালেবান সরকারের পতনের পর গত ১৭ বছরের মধ্যে দেশকে এমন গুরুতর পরিস্থিতির মুখে পড়তে হয়নি। সরকারের সমালোচনায় মুখর বিশ্লেষক ও নাগরিকরা নিরাপত্তা বাহিনীর প্রধানদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। মাসুদ ফাউন্ডেশনের প্রধান ও সাবেক কূটনীতিক আহমদ ওয়ালি মাসুদ বলেন, ‘দুঃখজনক হলো সরকার ছোটখাটো রাজনৈতিক খেলায় ব্যস্ত। তারা এমন কি বর্তমান সংকটকেও নিজেদের কৌশলগত সুবিধা আদায়ের কাজে লাগতে চাচ্ছে। এটা খুবই বেদনাদায়ক। সরকার যদি নিরপত্তার ঘাটতিগুলো পূরণ করতে ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে অন্যরা হুঁশিয়ার করে দিয়েছেন। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ