Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:৫৬ এএম

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকা থেকে ৩০ কোটি টাকা মূল্যের কথিত সাপের বিষ সদৃশ দ্রব্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হল- ফেরদৌস আহমেদ (৫৬), কালিপদ তালুকদার (৪৫), কানু সরদার (৪৬), সুকমল বড়–য়া (৫১), আবু হানিফ (৩৪)। এ সময় তাদের কাাছ থেকে ৬টি কাঁচের জারে ৬ পাউন্ড সাপের বিষ, ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৮টি মোবাইল, ১টি সিডি ও ১টি ক্যাটালগ বই উদ্ধার করা হয়। গতকাল আসাদ এভিনিউর ১/৮ ভবনের ২য় তলার ব্রকলি চাইনিজ থাই ও ফাস্টফুডের ভেতরে এ অভিযান চলে। র‌্যাব ১০ সূত্র জানায়, উদ্ধারকৃত জারগুলোর মধ্যে ২টি তরল, ২টি পাউডার, ২টি দানাদার সদৃশ পদার্থ রয়েছে। উদ্ধারকৃত কথিত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। গ্রেফতারকৃতরা অবৈধপথে সাপের বিষ আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অস্ত্র আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ