Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩টি ছুরি ও অজ্ঞান করার মলমসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) ভোরে সদরঘাট থানার বাংলাবাজার আজিজ কলোনির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মানিক (২২), মোঃ রাজিবুল ইসলাম রাজিব (২০) ও মোঃ আবুদল বাতেন (২০)। তাদের বাড়ি কুমিল্লা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ বলে জানা গেছে। তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের তিনটি ছুরি ও মানুষকে অজ্ঞান করার মলম উদ্ধার করা হয়েছে।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাটকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে এ মলম পার্টির সদস্যরা। বিভিন্ন পশুরহাটে আসা ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে টাকা-পয়সা ছিনিয়ে নেয় তারা। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ