বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরহাদ উদ্দিন চৌধুরী (৩৬)। পেশায় ডিম বিক্রেতা। তিনি কখনো নিজেকে ব্যারিস্টারের পুত্র পরিচয় দেন। কখনো বলেন তার বাবা বড় রাজনৈতিক দলের নেতা। বড় বড় ব্যবসায়ীদের সাথে তার জানাশোনা। এভাবে প্রতারণা করে অন্তত ৬৫ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তার প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন অনেকে। অবশেষে পুলিশের ভাষায় বহুমুখী এ প্রতারককে পাকড়াও করেছে ডিবি। বুধবার রাতে নগরীর কালুরঘাট এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি-পশ্চিম) মইনুল ইসলাম। পুলিশ জানায়, বিদেশে নেওয়ার প্রলোভন, ব্যবসায় অংশীদার করা, চাকরি দেওয়া, ঋণ পাইয়ে দেওয়া, কিষোয়ান, থাই ফুড, ওয়েল ফুডসহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের ডিম সরবরাহের কাজ পাইয়ে দেওয়াসহ বিভিন্ন কৌশলে প্রতারণা করতেন ফরহাদ। এসি মইনুল ইসলাম বলেন, নিজেকে কখনও শীর্ষস্থানীয় রাজনীতিক-শিল্পপতির আত্মীয়, কখনও ব্যারিস্টারের ছেলে পরিচয় দিয়ে ফরহাদ উদ্দিন চৌধুরী প্রতারণা করতেন। এ পর্যন্ত তার প্রতারণার শিকার ৬৫ জন ভুক্তভোগীর খোঁজ পেয়েছে পুলিশ। এদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের কথা গ্রেফতারের পর ফরহাদ নিজেই স্বীকার করেছেন। প্রতারণার শিকার কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার জনৈক আনিসের দায়ের করা মামলায় ফরহাদকে গ্রেফতার করা হয়। ফরহাদের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা গ্রামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।