Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের জাতীয় শোক দিবস পালন

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে গতকাল বুধবার সকালে কনস্যুলেটের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের সভাপতিত্বে ও প্রভাষ লামারং এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ, লেবার কাউন্সিলার জাকির হোসেন, নুরে মাহাবুবা জয়া ও মেহেদুল ইসলাম। সভায় কনস্যুলেটের কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শোক সভায় বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ