Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিফের ৯টি গান নিয়ে পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম গহীনের গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে অভিনয় করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘গহীনের গান’ নামের ফিল্মটি তৈরি হচ্ছে বাংলাঢোলের ব্যানারে। আসিফের গাওয়া নয়টি গানের ওপর ফিল্মটি তৈরি করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। সম্প্রতি আশুলিয়ার বিভিন্ন লোকেশনে ‘গহীনের গান’-এর প্রথম ধাপের শূটিং সম্পন্ন হয়েছে। শিল্পী তালিকায় চমক আছে উল্লেখ করে নির্মাতা সাদাত হোসাইন বলেন, ‘আসিফ আকবর নিজেই চমক। ফিল্মটিতে তার বিপরীতে প্রথম লটে তানজিকা আমিন কাজ করেছেন। ঈদুল আযহার পর যুক্ত হবেন দেশের প্রথম সারির একজন চিত্রনায়িকা। ওই সময় প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ শিল্পী তালিকা। আমাদের বিশ্বাস, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি নতুন ধারার একটি কাজ হতে যাচ্ছে।’ আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে। আমি সেটিতে অভিনয় করছি। এ কারণে আমি খুব লাকি। আমরা পুরো ইউনিট খুব পরিশ্র করছি। আমরা চাচ্ছি, দর্শককে নতুন কিছু উপহার দিতে। অন্য একটা আসিফকে আপনারা খুঁজে পাবেন ছবিটিতে।’ তানজিকা আমিন বলেন, ‘উনি (আসিফ আকবর) যে নায়কও এর প্রমাণ আপনারা এবার পাবেন। তাকে অন্যরকম লাগবে। কাজ করতে গিয়ে বুঝেছি তিনি খুব কো-অপারেটিভ।’ জানা যায়, ফিল্মটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুন মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য মাথায় রেখে ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। উল্লেখ্য, বাংলাঢোলের প্রযোজনায় এর আগে কুমার বিশ্বজিতের গান নিয়ে স্বল্পদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’ সাড়া জাগিয়েছিলো। প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাদের মতে, বাংলাঢোল সবসময় নতুত্বে বিশ্বাস করে। এরই ধারাবাহিকতায় পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি তৈরি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ