Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমী মাদরাসা অতন্ত্রপ্রহরীর ভ‚মিকা পালন করছে কওমী ফোরাম

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ইসলাম ও দেশ বিরোধি সকল ষড়যন্ত্রের মোকাবেলায় কওমী মাদরাসা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে উল্লেখ করে কওমী ফোরাম এর নেতৃবৃন্দ বলেছেন, নৈতিক অবক্ষয়ের এই যুগে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও নৈতিক মূল্যবোধসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরিতে কওমী শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক মূল্যবোধের অভাবে আজ অবাধে সমাজের সর্বত্র ঘুষের সয়লাব, দুর্নীতি ধারণ করেছে মহামারীর রূপ। এসব নির্মূলে সরকার, প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছেন। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না। নারী নির্যাতন, সন্ত্রাস, দিন দিন বেড়েই চলছে। এসব থেকে উত্তরণে ইসলামী ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আর সেই শিক্ষাটাই কওমী মাদরাসায় দেওয়া হয়। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কওমী ফোরাম এর উদ্যোগে আয়োজিত এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কওমী মাদরাসার ভূমিকা শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক এর সভাপতিত্বে ও মাওলানা ওয়ালী উল্লাহ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, প্রবন্ধ পাঠ করেন মুফতি এনায়েতুল্লাহ। বক্তব্য রাখেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা মাহফুযুল হক, মুফতি ফয়েজুল্লাহ, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আউয়ূবী, মাওলানা হাসান জামিল, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি মুর্তজা হাসান মাসুম ফয়েজী, গাজী ইয়াকুব, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা তোফায়েল গাজালি, মাওলনা এহসানুল হক, মুফতি রেজওয়ান রফিকী, মাওলানা রাফি বিন মনির, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।



 

Show all comments
  • ২৬ আগস্ট, ২০১৮, ১:৫৫ এএম says : 0
    Total Reply(0) Reply
  • ২৬ আগস্ট, ২০১৮, ১:৫৬ এএম says : 0
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমী মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ