বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বেফাক সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী শিক্ষার মারকায নূরানী মক্তব, হাফেজিয়া ও কওমী মাদরাসা এবং নতুন নূরানী মক্তব, হাফেজিয়া ও কওমী মাদরাসার স্থাপন ও পরিচালনাকে সরকারি নিবন্ধনের বাধ্যবাধকতার আওতামুক্ত রাখতে হবে। আমাদের আলেম-ওলামাদের বিভিন্ন এলাকায় কওমী মাদরাসা বন্ধের জন্য সরকার দলীয় লোকজন হুমকি-ধমকি দিচ্ছেন। কোথাও বা তারা মাদরাসা পরিচালনাকারী আলেমদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন। এ সব হুমকি-ধমকি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা শেখ আব্দুল জাব্বার জাহানাবাদী বলেন, ইসলামী শিক্ষার এ ফরযে আইনের কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছে সকল নূরানী মক্তব, হাফেজিয়া ও কওমী মাদরাসার আলেম ওলামারা। যেখান থেকে তৈরি হচ্ছে মসজিদের ঈমাম ও খতিব। আর এসব আলেম ওলামা-পীর মাশায়েখগণ এ দেশের সাধারণ মানুষদের ইসলামের শিক্ষা দিয়ে সুপথে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে। বেফাক সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে বেফাক অফিসে ঢাকার শীর্ষ আলেম ওলামাদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন বেফাক সহাকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা ওমর ফারুক সন্দীপী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী নুরুল আমীন, মুফতী মাসউদুল করীম প্রমুখ ও মুফতী আরীফ বিল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।