Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহে রমজানে নূরানী ও হিফজখানা খুলে দিন- কওমী মাদরাসা সংরক্ষণ কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ৯:০৮ পিএম

রহমত, মাগফেরাত ও নাজাতের মাস এই রমজানে কওমী মাদরাসাসমূহ বন্ধ থাকায় হিফজখানার ছাত্ররা পবিত্র কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত হচ্ছে। কোরআন নাজিলের মাসে নূরানী ও হিফজখানাসমূহ খুলে দিলে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে দেশে রহমত ও বরকতের দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ।

আজ শুক্রবার বাদ আসর যাত্রাবাড়ীস্থ ছনটেক মহিলা মাদরাসা মিলনায়তনে কওমী মাদরাসা সংরক্ষণ কমিটির এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনটির আহ্বায়ক মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, মাওলানা একেএম আশরাফুল হক, মুফতি বুরহান উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মুখলেছুর রহমান কাসেমী, মাওলানা কবির আহমদ আড়াইহাজারি, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউর রহমান আতিকী মুফতি কামাল উদ্দিন শিহাব, মাওলানা আজহারুল ইসলাম আজমী ও মাওলানা মাহমুদুল হাসান রহমানী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমী মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ