বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের পটিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মোঃ খবির হোসেন (২৭) গাজীপুর জেলার জয়দেবপুর থানার হায়দারাবাদ গ্রামের ইমান আলীর ছেলে। গতকাল (সোমবার) শান্তিরহাট বাজারের মীর সুপার মার্কেটের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। চেকপোস্টে সংকেত পেয়ে বাসটি থামলে খবির হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে অটক করে হাত ব্যাগে সাড়ে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ৮২ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে কক্সবাজার জেলার টেকনাফ থানার বড়ইতলা এলাকা থেকে রফিক (২৭) ও সলিমুল্লাহ (২৩) নামের দুজনকে আটক করেছে র্যাব। রোববার গভীর রাতে গ্রেফতার দুজনের মধ্যে সলিমুল্লাহ মিয়ানমারের নাগরিক। র্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্যে ওই এলাকা থেকে একটি বস্তায় রাখা ৯৩৩ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এসব বিয়ারের বাজার মূল্য নয় লাখ ৩৩ হাজার টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।