Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ইরান ইস্যুতে এবার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। লন্ডনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন বলেছেন, ইরান ইস্যুতে ব্রিটেন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে না দাঁড়ায় তাহলে তাদেরকে ‘ভয়াবহ বাণিজ্যিক পরিণতি’ ভোগ করতে হবে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত নিবন্ধে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। গত সপ্তাহে ইরানের ওপর ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছে তার সমর্থন দেয়ার আহŸান জানিয়েছেন জনসন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ ইরান চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে ব্রিটেনকে সম্পর্কচ্ছেদেরও পরামার্শ দিয়েছেন তিনি। ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত এবং বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার চুক্তি হয়। গত মে মাসে চুক্তিটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। তবে ইউরোপীয় দেশগুলো এ চুক্তিতে থাকার পক্ষে অবস্থান নিয়েছে। জনসন বলেছেন, ‘ আমেরিকা চাপপ্রয়োগ করে যাচ্ছে এবং আমরা যুক্তরাজ্যকে আমাদের পাশে চাই। ২০১৫ সালের ত্রুটিপূর্ণ চুক্তি থেকে সরে আসার এখনই সময়।’ - ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ