Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

উ. কোরিয়াকে মারাত্মক পরিণতি ভোগের হুমকি যুক্তরাষ্ট্রের

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর জন্য উত্তর কোরিয়াকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার পঞ্চমবারের মত পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া। ওই দিন এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পুংগি-রি এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার কৃত্রিম ভূকম্পন সনাক্ত হওয়ার পর কয়েক ঘণ্টা পর পিয়ংইয়ং থেকে এ দাবি করা হয়। এরপর ওই এলাকার দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের সঙ্গে এ বিষয়ে ফোনে আলাপ করেছেন ওবামা। হোয়াইট হাউজের প্রেস সচিব জোশ আর্নেস্ট বলেন, উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকা-ের পর দেশটিকে এর মারাত্মক পরিণতি ভোগ করানোর জন্য প্রেসিডেন্ট ওবামা আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা এশিয়া ও বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি অবশ্যই পালন করা হবে বলেও জানান। পরমাণু প্রকল্প বিষয়ে উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিয়ে উত্তর কোরিয়াকে চাপ দিতে চীনের সমর্থন অবশ্যই প্রয়োজন। উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র চীন। যদিও দেশটি বরাবরের মত এবারও উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়েছে। তবে দেশটির বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা গ্রহণের বিষয়ে বেইজিং কিছু জানায়নি। আইএএনএস, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ. কোরিয়াকে মারাত্মক পরিণতি ভোগের হুমকি যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ