প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘নাক গলাতে চাই না মেয়ে মন গলাতে চাই, আমি শুধু তোমার মতো একটা তুমি চাই..’ এমন কথায় আসিফ আকবর গেয়েছেন নতুন গান দিল দিওয়ানা। সম্প্রতি সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির ভিডিও মুক্তি পেয়েছে। গানের কথা লিখেছেন নীহার আহমেদ। প্লাবন কোরেশীর সুরে গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। সুন্দর লোকেশনে চিত্রায়িত গানটির মডেল হয়েছেন সুপ্ত, তাহি ও একদল ডান্স আর্টিস্ট। ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রিন্স খানের কোরিওগ্রাফীতে গানটির ভিডিও ধারন করেছেন সানি খান। এর আগে সেভেন টিউনস এর ব্যানারে আসিফ আকবরের কসম গানটি আশাতীত সাফল্য পেয়েছিল। এ প্রসঙ্গে গানটির গীতিকার নীহার আহমেদ বলেন, ‘আসিফ ভাইয়ের গান মানেই বিশেষ কিছু। লিরিকের বিচার শ্রোতাদের। তবে আসিফ ভাইয়ের দুর্দান্ত গায়কী এবং ভিডিও গানটিকে আরো স্পেশাল করে তুলেছে।’ দিল দিওয়ানা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘খুব ব্যতিক্রম কিছু হয়েছে তা বলবো না। আমার মতোই একটা গান হয়েছে। সমালোচকদের চেয়ে আমি বরাবরই বিনোদনপ্রিয় শ্রোতাদের প্রাধান্য দিই। এই গানে শ্রোতারা সেই মজাটা পাবেন। ভিডিওটিও দারুন হয়েছে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, দর্শকদেরও মন্দ লাগবে না।’ সেভেন টিউনস এর কর্ণধার পারভীন সুলতানা জানান, ‘আমাদের লেবেলের এক্সক্লুসিভ ঈদ রিলিজ দিল দিওয়ানা। শিগগিরই আরো কয়েকটি গানের ভিডিও মুক্তি পাবে এই চ্যানেল থেকে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।