Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি মঈনুল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:৩৯ এএম

ঢাকা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ এসপি হিসেবে পুরস্কৃত হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক। এছাড়া শ্রেষ্ঠ মামলার তদন্তাকারী কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক গিয়াস উদ্দিন, এসআই মফিজুল ইসলাম ও শ্রেষ্ঠ সাজেন্ট হিসেবে পুরস্কুত হয়েছেন হাসানুর রহমান। গতকাল রোববার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে তাদের হাতে এই পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জানা যায়, ঢাকা রেঞ্জ পুলিশের মাসিক কর্মকান্ড পর্যালোচনা করে প্রতিমাসে বিভাগীয় জেলা ও থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। এবারের মাসিক অপরাধ সভায় ঢাকা রেঞ্জ পুলিশের মধ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশংসিত ভূমিকা রাখায় এ জেলার পুলিশ সুপার মঈনুল হককে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ