রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বছরের পর বছর আবেদন করেও কোনো সুফল না পেয়ে অবশেষে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার হাসপাতাল থেকে দক্ষিণ রাজদী গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কাজে নেমেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা। তারা স্কুলের অর্থায়নে ইট-বালুসহ অন্যান্য উপকরণ ক্রয় করে নিজেরাই স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করছেন। তবে স্কুলের প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী এ প্রসঙ্গে বলেন, ‘হাসপাতাল থেকে দক্ষিণ রাজদী সড়কটি দিয়ে যেমনি গ্রামবাসী যাতায়াত করে তেমনি প্রতিদিন স্কুল-কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী চলাচল করে। কয়েক বছর ধরে সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে চরম দুর্ভোগের শিকার হয় তারা। একই সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে দুর্ঘটনা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় অবশেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের কাজ শুরু করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।